পুরো বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা হয়েছে মলিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে কাল মুখোমুখি হয় বাংলাদেশ। ভালো ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় অজিদের কাছে হেরেছে আট উইকেটে। বড় রান করেও জিতে শেষটা রাঙাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা। এদিন হারের পর মিক্সড জোনে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
বিশ্বকাপে মোটে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে অষ্টম হয়ে। ঘুরে ফিরে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাবেকদের মনে একটি প্রশ্ন উকি দিয়ে থাকে, তামিম ইস্যু দলের মধ্যে প্রভাব ফেলে কিনা! টুর্নামেন্টের শেষে এসে বলাই যায় তা প্রভাব ফেলেছে। ৯ ম্যাচের মাত্র দুটিতে জয়। বাকি সবগুলোতেই হার, পরাজয় দেখতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। তাই ঘুরে ফিরে উঠে আসে পুরনো সেই প্রসঙ্গ।
বিজ্ঞাপন
তবে কিছু ছাপিয়ে বিশ্বকাপ ব্যর্থতার পর এবার ঘরের মাঠে লাল বলের ক্রিকেট দিয়ে কয়েক সপ্তাহ পর ২২ গজে ফিরবে টাইগাররা। যেখানে চোটের কারণে থাকবেন না অধিনায়ক সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে স্পিডস্টার তাসকিন আহমেদ। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমকে তাসকিন নিজেই বিষয়টি জানিয়েছেন।
মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও বিশ্বকাপের শেষ ম্যাচে হারের পর সাকিব-তামিমের ঝামেলা নিয়ে কথা বলেন তাসকিন। বাংলাদেশি পেসার বলেন, ‘খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলায় ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটায় ভালো। কোনো ঝামেলাই ভালো না।’
চলতি মাসের ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।