বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচের ফলাফল দিয়েই নির্ধারিত হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। এদিকে আসরের সবশেষ ম্যাচে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্দারের জায়গায় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তবে টুর্নামেন্টের সবশেষ ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আবহের বাইরেই চলে গিয়েছিলেন এনামুল হক বিজয়। বিশ্বকাপের জন্যও ছিলেন না বিবেচনায়। কিন্তু হঠাত করেই এশিয়া কাপের দলে ডাক পড়ে তার। লিটন দাস অসুস্থতার কারণে দলে যোগ দিতে না পারায় ডাকা হয় এই ক্রিকেটারকে।
বিজ্ঞাপন
কিন্তু মহাদেশীয় সে টুর্নামেন্টে ডাক পেলেও ভাগ্যের শিকে ছিড়েনি তার। দলের সঙ্গে থেকেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি তিনি। টুর্নামেন্টে নাইম শেখ, তানজিদ তামিমরা ধারাবাহিক ভাবে ব্যর্থ হলেও তাকে বিবেচনা করেনি টিম ম্যানেজম্যান্ট। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্য দলে রাখা হয়েছিল তাকে। সে ম্যাচে বিজয় আউট হন ১১ বলে ৪ রান করেই।

এদিকে এশিয়া কাপের পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে জায়গা পাননি এনামুল বিজয়। তবে এখন বিশ্বকাপের একেবারের শেষ পর্যায়ে দলে ডাক পান তিনি। ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়ে দীর্ঘ অনুশীলনও করেন এই টাইগার ক্রিকেটার। সব মিলিয়ে ধারণা করা হয়েছিল, আসরজুড়ে ব্যর্থ হওয়া ওপেনারদের বদলে হয়তো নিজেকে প্রমাণের সুযোগ পাবেন বিজয়। কিন্তু তা হয়নি।
সব মিলিয়ে বিজয় পরিণত হয়েছেন দলের ক্রাইসিস ম্যানে। কেউ চোটে পড়লে তার বদলে দলে ডাক পান ঠিকই, কিন্তু নিজেকে প্রমাণের সুযোগ মেলে না তার। দেশের হয়ে ৪৫ টি একদিনের ম্যাচ খেলে ১২৫৮ রান করেছেন বিজয়, ৩টি শতকের সাথে আছে ৫টি হাফ সেঞ্চুরি।

