সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাইমড আউটের বিপক্ষে যা বললেন টাইগার বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

টাইমড আউটের বিপক্ষে যা বললেন টাইগার বোলিং কোচ

বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে। তবে সেদিন সৃষ্টি হয়েছে একটি বিতর্কের। এঞ্জেলো ম্যাথিউসকে করা সেই টাইমড আউট নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে যার রেশ আছে এখনো। এমন আউটের ঘটনায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তের পক্ষে ডাড়িয়েছেন অনেকে, আবার বিপক্ষেও আছেন কেউ কেউ। বিপক্ষে থাকার তালিকায় আছেন তাসকিন-শরিফুলদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের নামও।

টাইমড আউটের পক্ষে তিনি নন বলেই জানিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ক্রিকেট মাঠে এমন কিছু খখনোই দেখতে চান না তিনি। টাইগারদের এই বোলিং কোচের মওতে, এই ঘটনা ক্রিকেটীয় চেতনারও বিরোধী।


বিজ্ঞাপন


এ বিষয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘আপনি এই খেলার প্রতি, একে অন্যের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। আমি এমন জিনিস দেখতে চাই না। এটি আসলে আমার ব্যাপার। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। এটা হবে না। কিন্তু আমরা সেটিই দেখেছি। জানি না, আমার মন সঙ্গে সঙ্গেই বলছিল, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না!’

এভাবে প্রতিপক্ষের একজনকে আউট করায় বাংলাদেশের জয়ও ম্লান হয়ে গেছে বলেও জানান তিনি। দোনাল্ড বলেন, ‘আমার মনে হয় এটার (টাইমড আউট) কারণে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে গেছে। সত্যি বলতে আমি এখনো একটু হতভম্ব। ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে এটি আসলে আমার মূল্যবোধের ব্যাপার। বয়সভিত্তিক দল, ক্লাব ক্রিকেট, রাজ্য ক্রিকেট, আন্তর্জাতিক, আমার গোটা জীবনে কখনোই, কখনোই এমন কিছু দেখিনি নিশ্চিতভাবেই।’

এমন ঘটনা তাঁর পছন্দ নয় বলেও জানিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘এটা (টাইমড আউট) দেখতে খুব হতাশার লেগেছে। মানলাম সাকিব সুযোগ নিয়েছে। সে বলেছে, ‘আমি জেতার জন্য যা যা সম্ভব করেছি।’ আপনি আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার অপছন্দ...এমনকিছু আমি পছন্দ করি না। এমন কিছু ঘটতে দেখা সত্যিই খুব কঠিন...শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড় কোনো বল না খেলেই আউট হয়ে চলে গেল! আমার মনোভাব এটাই।’

মাঠে যখন এই ঘটনা ঘটছিল তখন কি ভাবছিলেন ডোনাল্ড এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, “যথেষ্ট হয়েছে আর না”। এটা আমার তাৎক্ষণিক ভাবনা। সবকিছু দ্রুত ঘটে গেছে। আপনি কর্তৃত্বের কথা বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি মারাই এরাসমাসকে বলতে দেখেছি, ‘‘অ্যাঞ্জেলো, দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো।’ ’ এরপর দেখেছি, অ্যাঞ্জেলো হেলমেট তুলে নিল, এরপর বিজ্ঞাপনী বোর্ডের দিকে ছুড়ে মারল। আসলে, আমি বিস্মিত হয়েছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর