বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘কোহলির ৪৯তম শতকের চেয়ে ভারতের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

ঘরের মাটিতে বিশ্বকাপে বেশ দুর্দান্ত অবস্থানে আছে ভারত। দশ দলের মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে সবার আগে। এখনো পর্যন্ত অপরাজিত থেকে আছে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে। ১৩তম আসরের শিরোপার লড়াইয়ে জোর দাবী নিয়ে এগিয়ে চলেছে রোহিত শর্মার দল। তবে টুর্নামেন্টে বিশ্বকাপ ট্রফি জয়ের চেয়ে বিরাট কোহলির ব্যক্তিগত মাইলফলক অর্জন যেন বেশু গুরুত্বপূর্ণ না হয়ে দাঁড়ায় সে কথা মনে করিয়ে দিয়েছেন সাবেক ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার নাসের হুসেইন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বিশ্বও ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ব্যক্তিগত শতকের তালিকায় সবার শীর্ষে আছে ৪৯টি সেঞ্চুরি নিয়ে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতকের সংখ্যা ১০০টি। এদিকে ওয়ানডেতে বর্তমানে শচীনের পরেই আছেন কোহলি। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪৮টি।


বিজ্ঞাপন


আর একটি সেঞ্চুরি হাঁকাতে পারলেই কিংবদন্তি হচীনকে ছয়ে ফেলবেন কোহলি। এবারের আসরেই দুইবার শতকের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে কোহলিকে, সেই দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলে এতদিনে ছাড়িয়েও যেতে পারতেন স্বদেশী কিংবদন্তিকে। এদিকে খলির এই মাইলফলককে সামনে রেখে মুখিয়ে আছেন দর্শকরাও। ভারতের ম্যাচ মানেই খলির ব্যাটে শত রানের ইনিংস দেখতে চান ভক্ত-স-মর্থকরা। আর তা যদি কোহলি না করতে পারেন তাহলে দর্শকদের মনে নেমে আসে বিষাদের ছায়া।

তবে সাবেক ইংলিশ কিংবদন্তি নাসের হুসেইন মনে করেন, 'কোহলির ৪৯তম শতক নয়, ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ট্রফি। তিনি বলেন, ভারতের মনে রাখতে হবে যে এটা খলির ৪৯তম শতকের ব্যাপার নয়। সে এই মাইলফলক অর্জপন করবেই। এমনকি ৫০টা শতকের মালিকও হবে সে। তাঁর ঝুলিতে ১০০টা সেঞ্চুরিও থাকবে সম্ভবত। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল বিশ্বকাপ ট্রফি জেতা।'

এসব মাইলফলকের উত্তেজনা থেকে কোহলি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে এমন আশা ব্যক্ত করেন নাসের। শচীনের ১০০তম সেঞ্চুরির আগের এক অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'শচীনের সঙ্গে কথা বলার ঘটনা মনে আছে আমার। ১০০তম শতকের আগে রুম সার্ভিস বয় থেকে শুরু করে বিশেষজ্ঞ সবাই তাকে জিজ্ঞেস করতো, 'কবে পাচ্ছো শততম সেঞ্চুরি?' এ কারণে নিজেকে অনেকটা একঘরে করে ফেলেছিলেন শচীন। আমি আশা করি কোহলিও এসব উত্তেজনা থেকে নিজেকে আড়াল করার সুযোগটা পাবে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন