সেমির দৌড়ে অন্যতম ফেভারিট দল হিসেবেই আসর শুরু করেছিল পাকিস্তানও। প্রথম দুই ম্যাচে জয়ও পেয়েছিল ম্যান ইন গ্রিনরা। কিন্তু এরপরই টানা চার ম্যাচ হেরে এখন সেমির দৌড় থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তারা। অন্যদিকে টানা হারের বৃত্তে রয়েছে বাংলাদেশও। আজ ইডেনে এই দুই দল মুখোমুখি লড়াইয়ে নামছে জয়ের ধারায় ফিরতে। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে অস্বস্তিতে বাংলাদেশ। দলীয় ৬ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা। আর এই দুই উইকেট তুলে নেন পেসার শাহিন শাহ আফ্রিদই। আর এতেই রেকর্ড বুকে নাম লেখান পাকিস্তানের এই পেসার।
প্রথম ওভারেই তানজিদ হাসানকে তুলে নেন আফ্রিদি। এলবিডব্লিউ হন টাইগার ওপেনার। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বাংলাদেশের এই তরুণ ওপেনার। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। খাতা খুলতে না পেরেই ফিরে যান তামিম। এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন আফ্রিদই ওয়ানডে ক্রিকেটে নিজের ক্যারিয়ারের শততম উইকেটটি তুলে নেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ১০০টি উইকেট নিলেন তিনি।
বিজ্ঞাপন
শাহিনের আগে রয়েছেন সন্দীপ লামিছানে। যিনি ১০০ টি উইকেট নিয়েছেন ৪২টি ম্যাচ খেলে। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনার নিয়েছেন ৪৪টি ম্যাচ। রশিদের ঠিক পরেই রয়েছেন শাহিন আফ্রিদি। তিনি কৃতিত্বটি অর্জন করতে ৫১টি ম্যাচ খেলেছেন। সেদিক থেকে দেখতে গেলে প্রথম পাকিস্তানি বোলার হিসাবে দ্রুততম শততম উইকেট নিলেন শাহিন।
পাকিস্তানের পেসারে পরে অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। যিনি ৫২টি ম্যাচ খেলে ১০০টি উইকেটের মালিক হন। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের আরও এক ক্রিকেটার সাকলাইন মুস্তাক। তিনি ৫৩টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন। এবার শাকলিনকে টপকে এই রেকর্ড গড়লেন শাহিন।

