ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে প্রথমটিতে জয়ের পর হেরেছে পরের তিনটিতেই। টানা তিন হারে সেমিফাইনালে ওঠার স্বপ্নও ফিকে হয়ে ওঠতে শুরু করেছে। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান দল নিয়ে এত তাড়াতাড়ি হতাশ হবার কিছু নেই বলেই জানিয়েছেন।
আসরে নিজেদের পঞ্চম খেলতে আজ দুপুরে মুম্বাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। টানা তিন হারের পর আজকের ম্যাচে লাল-সবুজ দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। উড়ন্ত সূচনার পর টুর্নামেন্টে এখনো পর্যন্ত বেশ ভালো অবস্থানেই আছে প্রোটিয়ারা। অঘটনের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও জিতেছে অস্ট্রেলিয়া, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে।
বিজ্ঞাপন
শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব। এখনো সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না।’
প্রোটিয়াদের বিপক্ষে জয়ের জন্য ভালো খেলতে হবে জানিয়ে সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই।’
টাইগাররা টানা তিন ম্যাচ হারলেও সাকিব জানিয়েছেন ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়ার কথা। তিনি বলেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’

