ভক্ত থেকে ধরে ক্রীড়া বিশ্লেষক সকলের কাছেই আর্জেন্টিনা মানে ফুটবল। তবে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির দেশ এবার বিশ্বরেকর্ড গড়েছে ২২ গজের পিচে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের ইতিহাস গড়েছে লাতিন আমেরিকার দেশটি। যা এর আগে করতে পারেনি অন্য কোন দেশ। টি-টোয়েন্টিতে গতকাল ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২৭ রান তুলেছে আর্জেন্টিনার মেয়েরা। যা টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।
এতোদিন ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি ছিল বাহরাইনের। গত বছর মার্চে জিসিসি চ্যাম্পিয়নশিপ কাপে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান তুলেছিল বাহরাইন। ছেলে ও মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন এটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
বিজ্ঞাপন
তবে সেটি এখন অতীত, নয়া এই রেকর্ডের মালিক এখন আর্জেন্টিনার মেয়েরা। ছেলেদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি নেপালের দখলে। গেল এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল।
গতকাল বুয়েনস আইরেসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে সব ধরনের রেকর্ড চুরমার করে আর্জেন্টিনার মেয়েরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমত তাণ্ডব চালান আর্জেন্টিনার দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। উদ্বোধনী জুটিতেই তারা ৩৫০ রান যোগ করেন। যা আরেকটি বিশ্বরেকর্ড। ৮৪ বলে ২৭ চারে ১৬৯ রানে আউট হন ওপেনার লুসিয়া টেলর। যা নারী টি-টোয়েন্টির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
অপরদিকে আরেক ওপেনার গালান ৮৪ বল খেলেই ২৩ চারে অপরাজিত থাকেন ১৪৫ রানে। নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৪২৭ রান তুলে আর্জেন্টিনা। মূলত চিলির বোলারদের জন্য দিনটি ছিল অবিস্মরণীয়। অতিরিক্ত ৭৩ রান দিয়ে তারা গড়েছে লজ্জার আরেক রেকর্ড। যেখানে ছিল বাই থেকে ১, ওয়াইড থেকে ৮, নো বলে ৬৪ রান। ফ্লোরেন্সিয়া মার্তিনেস নামের এক বোলার এক ওভার দিয়েছেন ৫২ রান।
বিজ্ঞাপন

ইতিহাস গড়া সেই রান তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানেই গুটিয়ে চিলি। ফলে ৩৬৪ রানে ম্যাচ জিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আরেকটি বিশ্বরেকর্ড গড়ে আর্জেন্টিনা। দুই দলের সিরিজের আরো দুইটি ম্যাচ বাকি রয়েছে, আরো কয়েকটি বিশ্বরেকর্ড সেই ম্যাচগুলোতে হয় কিনা সে দিকেই এখন তাকিয়ে থাকবে ভক্তরা।

