বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে আজ টসে হেরে আগে ব্যাট করে ইংলিশরা। ব্যাট হাতে আশানরূপ পারফর্ম্যান্স করতে না পারায় জস বাটলারের দল থামে ২৮২ রান করেই। পরে ইংল্যান্ডের দেয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও প্রবল প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে এবং রাচীন রবীন্দ্রের ঝড় ব্যাটিংয়ে গড়া দুইশর বেশি রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে নিউজিল্যান্ড। এই দুই ব্যাটার মারমুখি ব্যাটিংয়ে গড়েছেন এক বিশ্বরেকর্ডও।
২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১০ রানেই এক ওপেনার উইল ইয়াং কে হারায় তারা। পরে অবশ্য দুর্দন্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। আরেক ওপেনার কনওয়ে দ্বিতীয় উইকেট জুটিতে রবীন্দ্রকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের উপর ব্যাট হাতে চালিয়েছেন রোলার কোস্টার।
বিজ্ঞাপন
ফলে আর কোনো উইকেট না হারিয়েই ৩২ ওভারে ২২৬ রানের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ১৮ ওভারে এখন কিউইদের প্রয়োজন আর মাত্র ৫৭ রান। এদিকে মারমুখী ব্যাটিংয়ে আজ কনওয়ে এবং রবীন্দ্র মিলে গড়েছেন ২১৬ রানের জুটি। এ দুই ব্যাটারই এখনো আছেন অপরাজিত এবং দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা।
আর এতে করেই এক রেকর্ডের দেখা পেয়েছেন এই দুই ব্যাটার। ২০১১ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ২০৩ রানের জুটি গড়েছিলেন বিরাট কোহলি এবং বীরেন্দ্র শেবাগ। সে ম্যাচে শেবাগ করেছিলেন ১৭৫ রান এবং কোহলি করেছিলেন ১০০। এতদিন পর্যন্ত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।
শেবাগ-কোহলির সেই রেকর্ডই আজ ভেঙেছেন কনওয়ে-রাচিন জুটি। দুজনে মিলে এখনো পর্যন্ত ২১৬ রানের জুটি গড়ে ক্রিজে অপরাজিত আছেন। অনবদ্য এ জুটিতেই আজ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে নিউজিল্যান্ড।

