বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ ক্রিকেট

ওয়ানডেতে বিরল ইতিহাস গড়ল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

ওয়ানডেতে বিরল ইতিহাস গড়ল ইংল্যান্ড

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসর। গতবার ফাইনালে কিউইদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতে নিয়েছিল ইংল্যান্ড। তবে আজ ভারতের মাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে আশানরূপ পারফর্ম্যান্স করতে পারেনি জস বাটলারের দল। তবে ইংলিশরা দলগত ভাবে গড়েছে একদিনের ক্রিকেটের বিরলতম এক ইতিহাস।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে হয় ইংল্যান্ডকে। আর ব্যাট করতে নেমে ইংলিশরা ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে করেছে ২৮২ রান। আর দলীয় এ সংগ্রহ গড়তে গিয়েই বিরল এই রেকর্ড করেছে বাটলাররা।


বিজ্ঞাপন


আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংলিশদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন জো রুট। ৮৬ বলে ৭৭ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন অধিনায়ক বাটলার নিজে। এছাড়া এ ম্যাচে ইংল্যান্ডের বাকি নয় ব্যাটারও ব্যাট হাতে পেয়েছেন দুই অঙ্কের দেখা।

F7rPN6FW4AEXLbc

একদিনের ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত মোট ম্যাচ খেলা হয়েছে ৪৬৫৮টি। এসব ম্যাচের মধ্যে আজকের ম্যাচ বাদে আর কোনো ম্যাচেই কোনো দলের সব ক্রিকেটার ব্যাট হাতে দুই অঙ্কের দেখা পাননি। আর ইতিহাসের প্রথম দল হিসেবে আজ এই রেকর্ড গড়েছেন ইংল্যান্ড।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর