সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমি ভাবিনি বিশ্বকাপ দলে জায়গা পাব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

‘আমি ভাবিনি বিশ্বকাপ দলে জায়গা পাব’

ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন খোঁজার সময় এসে পড়েছে। আর মাত্র ৪ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা এই আসরের জন্য দল পরিবর্তনের শেষ সময় ২৮ সেপ্টেম্বর। যেখানে শেষ মুহূর্তে নিজেদের স্কোয়াডে বড় রকমের পরিবর্তন এনেছে শিরোপা প্রত্যাশী ভারত। ভারতীয় স্কোয়াডে শেষ দিকে যুক্ত হয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।   

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চোট নিয়ে খেলতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল! ভারতের ঘোষিত ১৫ জনের দলে কোনও পরিবর্তন আসছে না। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্তও এমন খবরই চারিদিকে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যের চাকা খুলে যায় রবিচন্দ্রন অশ্বিনের। 


বিজ্ঞাপন


ইনজুরিতে থাকা অক্ষর প্যাটেলের বদলি হিসেবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার অশ্বিন। বিশ্বকাপের জন্য প্রাথমিক দল আগেই ঘোষণা করা হয়েছিল। সেই দলে ছিলেন অক্ষর প্যাটেল। তবে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। 

সেই চোট থেকে আর সেরে উঠতে পারেননি। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন অশ্বিন। বিশ্বকাপ দলে জায়গা পেয়ে নিজের অনুভুতি প্রকাশ করেছেন তারকা এই অলরাউন্ডার। আজ প্রস্তুতি ম্যাচের আগে দীনেশ কার্তিককে শোনালেন তার দলে সুযোগ পয়ায়ার কথা। 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারানোর পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক


বিজ্ঞাপন


অশ্বিন বলেন, ‘আমি তা (বিশ্বকাপে সুযোগ পাওয়ার কথা)  শুনলে বলতাম আমার সঙ্গে কেউ মজা করছে। জীবন চমকে ভরপুর। সত্যি বলছি আমি ভাবিনি এই জায়গায় থাকব। পরিস্থিতি  ও  দল  আমার ওপর যে আস্থা দেখিয়েছে তাতে আজ আমি এখানে। তবে গত কয়েক বছর ধরে খেলাটি উপভোগ করাই আমার মূল উদ্দেশ্য থেকেছে এবং এই টুর্নামেন্টে আমি এটাই করবো।

তিনি আরো বলেন, 'আমি যেটা করে থাকি, সেটা হলো দুই দিক থেকেই বল ঘুরানো। সূক্ষ্ম বৈচিত্র্য আনা ও চাপ সামলানোই এই টুর্নামেন্টে সবকিছু। বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই চাপ খুবই গুরুত্বপূর্ণ। তবে তা সামলে আপনি ও আপনার দল কীভাবে এগোয় সেটাই দেখার বিষয়। সবদিক থেকে আমি ভালো অবস্থানে আছি। আশা করি, চাপমুক্ত হয়ে খেলতে পারব। বারবার বলে আসছি, ভারতের হয়ে এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ।’

আজ বৃষ্টির বাগড়ায় নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় ভারতের। আগামী ৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ৮ অক্টোবর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর