সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ রাতে আবারও সাক্ষাৎকার নিয়ে আসছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

আজ রাতে আবারও সাক্ষাৎকার নিয়ে আসছেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটে বর্তমান কি চলে প্রশ্ন করা হলে, যে কেউই বলতে পারবেন সাকিব-তামিম ইস্যু। যার নেপথ্যে রয়েছে ভিডিও এবং সাক্ষাৎকার ! কিছুদিন ধরে আসন্ন বিশ্বকাপকে নিয়ে টাইগার ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তামিম ইকবালকে ছাড়াই এবারের ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। দেশসেরা এই ওপেনারকে বাদ দেয়ার পর থেকেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান থেকে ধরে তামিম তাদের অবস্থান জানিয়েছেন বিভিন্নভাবে। কেউ ভিডিও বার্তায় আবার কেউ টেলিভিশন সাক্ষাৎকারে। 

নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় তামিম ইকবাল সমসাময়িক পরিস্থিতি নিয়ে অবস্থান জানানোর পর দেশের একটি টেলিভিশনে সাকিব বিশ্বকাপ নিয়ে তার মত প্রকাশ করেন। যেখানে তামিমকে নিয়ে একাধিক তির্যক মন্তব্য করেন টাইগার অধিনায়ক। সকলেই এসব কিছুর আপাতত শেষ দেখছিল। যেহেতু বিশ্বকাপের যাত্রা প্রস্তুতি ম্যাচ দিয়ে গতকাল শুরু করেছে বাংলাদেশ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পাকিস্তান দলে ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ভারতীয় বোলার

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারানোর পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক

তবে এখানেই থামছেন না সাকিব আল হাসান। আজ রাত ১০টায় আবারো আরেকটি সাক্ষাৎকার আসতে যাচ্ছে টাইগার অধিনায়কের। সাকিবকে নিয়ে এবার বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই তার নেওয়া এক সাক্ষাৎকার প্রচার করতে যাচ্ছেন। দেশের ক্রিকেটে এমন উত্তাল অবস্থায় আবারো নতুন সাক্ষাৎকারে কি বলতে যাচ্ছেন সাকিব? তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

Posted by Facebook on Date:

এর আগে বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ইস্যুতে এক ভিডিও বার্তায় নিজের মতামত জানান তামিম, পরে এক সাক্ষাৎকারে মতামত জানিয়েছেন সাকিব আল হাসানও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও একই ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর