সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ এএম

শেয়ার করুন:

‘মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে’

ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ শুরু হবে অক্টোবরের ৫ তারিখ থেকে। এর আগে অংশগ্রহণকারী দলগুলো খেলছে নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে গা গরমের ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে চোটের কারণে কাল মাঠে নামেননি অধিনায়ক সাকিব আল হাসান। তবে টাইগার অধিনায়ক চোটে পড়ায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা রকম নেতিবাচক মন্তব্য।

সম্প্রতি দেশের ক্রিকেটে উত্তাপ ছড়িয়েছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ইস্যু। বিশ্বকাপ দলে দেশসেরা ওপেনারের না থাকা, দলে না থাকা নিয়ে তামিমের দেয়া ভিডিওবার্তা এবং পরে দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাকিবের দুই পর্বের সাক্ষাৎকার নিয়ে হয়েছে নানা রকম আলোচনা-সমালোচনা।


বিজ্ঞাপন


এদিকে গতকালের প্রস্তুতি ম্যাচে সাকিব চোটের কারণে না থাকতে পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকেই। পুরোপুরি ফিট না থাকায় তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে গিয়েছে বাংলাদেশ। একই ইস্যুতে সাকিবকে নিয়েও নেতিবাচক মন্তব্য করেন অনেকেই।

তবে এমন নেতিবাচক আলোচনায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে দেয়া এক পোস্টে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সবাইকে হিংসা না ছড়িয়ে দলকে সমর্থন যোগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

ফেসবুকে মাশরাফি লিখেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত....’

mashrafeeee


বিজ্ঞাপন


তিনি আরও লিখেন, ‘এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’

দলের সবাইকে দেশের প্রতিনিধি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর