সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘এবার আমরা বিশ্বকাপ জিতবো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

‘এবার আমরা বিশ্বকাপ জিতবো’

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন। ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের এ মেগা ইভেন্ট। আসন্ন এই আসরে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের মাধ্যমেই ইতিহাস রচনা করার সময় এসেছে বলেই মনে করেন কাগিসো রাবাদা। এবারের আসরে প্রোটিয়ারাই চ্যাম্পিয়ন হবে বলেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একদিনের ক্রিকেটে বিশ্বকাপে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শিরোপা জয় দূরের কথা এখনো অব্দি কখনো ফাইনালেই ওঠতে পারেনি দেশটি। সেমিফাইনালের বাঁধা দূর করতে পারেনি কখনো। তবে রাবাদা জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে তাদের। আর বিশ্বকাপ জিতেই এবার ইতিহাস রচনা করতে চান তারা।


বিজ্ঞাপন


আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রোটিয়া এই পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার একটি জিনিস কখনো ঘাটতি ছিল না, সেটা হলো বিশ্বাস। তারা কখনো আত্মবিশ্বাসহারা হয় না। তাই আমরা টুর্নামেন্টে সেই বিশ্বাস নিয়েই যাচ্ছি যে আমরা এটা জিততে পারি।’

বিশ্বকাপ জয়ের জন্য এবার প্রোটিয়া দলে সামর্থ্যবান খেলোয়াড় আছে জানিয়ে রাবাদা বলেন, ‘আমাদের সামর্থ্যবান খেলোয়াড় রয়েছে। আমি আশা করছি, আমরা এবার প্রথমবারের মতো ফাইনাল খেলবো এবং বিশ্বকাপ জিতবো। এটি কঠিন হতে যাচ্ছে। তবে এটি বেশ উপভোগ্যও হবে। বিশ্বের সেরা খেলোয়াড়দের একে অপরের বিপক্ষে খেলবে, তারা একটি ট্রফির জন্য লড়বে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি’

একদিনের ক্রিকেটে বর্তমানে বেশ ভালো ফর্মেই আছে দক্ষিণ আফ্রিকা। রঙিন পোশাকের ক্রিকেটের এ সংস্করণে র‍্যাঙ্কিংয়ে প্রোটিয়ারা আছে চার নম্বরে। সম্প্রতি অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের সিরিজে হারিয়েছে ৩-২ ব্যবধানে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর