পাঁচ দিন পর শুরু হচ্ছে ভারতের মাটিতে বিশ্বকাপ। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। তবে ইংলিশদের বিপক্ষে এ ম্যাচে অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাবে না কিউইরা।
হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি উইলিয়ামসন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে পারবেন না তিনি। এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের বাইরে থাকবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিজ্ঞাপন
তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে না থাকলেও সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি দলে থাকবেন বলে জানা গেছে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি তিনি ফিল্ডিংও করবেন বলে জানিয়েছেন কোচ গ্যারি স্টেড।
নিউজিল্যান্ডের প্রধান কোচ স্টেড বলেন, ‘কেনের খেলায় ফিরতে দীর্ঘমেয়াদি সময় লাগার ব্যাপারটি আমরা শুরু থেকেই ভেবেছি। তার সেরে ওঠায় চোখ রাখা হচ্ছে। কেনের পুনর্বাসনে আমরা দিন ধরে ধরে নজর রাখছি। তৈরি হয়ে ওঠার আগেই আমরা তাকে মাঠে ফেরাতে চাই না।’
এ বছরই আইপিএলে এক ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন তিনি। সেই থেকে মাঠের বাইরে আছেন উইলিয়ামসন। এর মাঝে হাঁটুর অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর। ইংলিশদের বিপক্ষে তিনি না থাকায় সেদিন কিউইদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম লাথাম।

