বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপে যে ‘বড় অস্ত্রের’ অভাব বোধ করছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে যে ‘বড় অস্ত্রের’ অভাব বোধ করছেন সাকিব

বিশ্বকাপের আগে বেশ উত্তাল এক সময়ই পার করছে বাংলাদেশ ক্রিকেট। দেশের অন্যতম দুই সেরা ক্রিকেটারকে নিয়ে চরমে ওঠেছে বিতর্ক। এদিকে পাঁচ দিন পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে থাকছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে তামিমকে ছাড়াও দল বেশ ভালো হয়েছে বলেই মনে করেন সাকিব আল হাসান। সেই সাথে তাঁর দলে বড় একটি অস্ত্রের অভাবও বোধ করছেন তিনি।

চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না টাইগার পেসার এবাদত হোসেন। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে ছিটকে গেছেন তিনি, খেলা হচ্ছে না বিশ্বকাপও। আর এবাদতই বিশ্বকাপে সাকিবের বড় অস্ত্র হতে পারতো বলেই মনে টাইগার অধিনায়ক।


বিজ্ঞাপন


গতকাল দেশের এক টেলিভিশপ্ন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, 'আমার পুরো বিশ্বকাপ দলে একটাই মিসিং সেটা হলো এবাদত। সে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মিসিং। এই বিশ্বকাপ যেখানে খেলা হচ্ছে যে কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই৷ সে হচ্ছে এবাদত, এই একটা বাদে আমার কাছে মনে হয় আর আমার কোনো উইকনেস এই দলে৷ আর আমরা সবই কাভার করার চেষ্টা করেছি৷’

তবে এবাদত না থাকলেও ভারতের মাটিতে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ দলের জন্য বেশ ভালো করবেন বলেই জানিয়েছেন সাকিব। আর দলে যে পাঁচজন পেসার তারা সবাই ভালো করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সাকিব বলেন, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা আলাদা দিক আছে।’

এছাড়া বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সাকিব বলেন, '১৫ জনের উপর পূর্ণ বিশ্বাস আছে৷ আমি শিউর তারা যখনই যে সুযোগ পাবে দেশের জন্য ভালো কিছু করে আসবে৷ এটা তাদের জন্য বড় সুযোগ।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর