সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার তামিমের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ এএম

শেয়ার করুন:

এবার তামিমের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পর এক ভিডিওবার্তায় নিজের মতামত প্রকাশ করেছিলেন তামিম ইকবাল। সেদিন রাতেই দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয় অধিনায়ক সাকিব আল হাসানের সাক্ষাৎকার। সেখানে এক দফা দেশসেরা ওপেনারকে ‘টিমম্যান নন’ বলে অবহিত করেছিলেন সাকিব। আর গতকাল প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তামিমের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলেছেন সাকিব।

তামিমকে নিয়ে দেশের ক্রিকেটে সংকটময় পরিস্থিতি তৈরি হয় ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের সময়। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পরই হঠাত করে অবসরের কথা জানান দেশসেরা এই ওপেনার। এরপর আবার প্রত্যাবর্তন করলেও সেই সিরিজটি হেরেছে বাংলাদেশ।


বিজ্ঞাপন


আর সেই সিরিজ হারের দায় তামিমের উপরই চাপিয়েছেন সাকিব। গতকাল [প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে সাকিব বলেন,  ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনকে দায় দেব, অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারো দায় নয়, পুরো সিরিজটায় দায় একজনের ওপর। বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এরকম অধিনায়ক এসে ইমোশনালি বলে ফেলেন যে আমি ভাই খেলব না আর ক্রিকেট।’

তামিমের দায়িত্ববধ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা যদি কোনো অধিনায়কের দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয়, এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো রিকভার করতে সময় লাগছে, যেটা আমি অনুভব করি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর