সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ দলে বড় পরিবর্তন আনল ভারত ও অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ দলে বড় পরিবর্তন আনল ভারত ও অস্ট্রেলিয়া

ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন খোঁজার সময় এসে পড়েছে। আর মাত্র ৬ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা এই আসরের জন্য আজ ছিল দল পরিবর্তনের শেষ সময়। যেখানে নিজেদের স্কোয়াডে বড় রকমের পরিবর্তন এনেছে শিরোপা প্রত্যাশী দুই হ্যাভিওয়েট দল ভারত ও অস্ট্রেলিয়া। 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চোট নিয়ে খেলতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল! ভারতের ঘোষিত ১৫ জনের দলে কোনও পরিবর্তন আসছে না। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্তও এমন খবরই চারিদিকে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যের চাকা খুলে গেল রবিচন্দ্রন অশ্বিনের। 


বিজ্ঞাপন


ইনজুরিতে থাকা অক্ষর প্যাটেলের বদলি হিসেবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার অশ্বিন। বিশ্বকাপের জন্য প্রাথমিক দল আগেই ঘোষণা করা হয়েছিল। সেই দলে ছিলেন অক্ষর প্যাটেল। তবে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। 

সেই চোট থেকে আর সেরে উঠতে পারেননি। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন অশ্বিন। 

 

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ

 

 

অপরদিকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্পিনার অ্যাস্টন আগার। এই বাঁহাতি স্পিনারের চোটে তার বদলে দলে জায়গা করে নিয়েছেন মার্নাস লাবুশেন। 

 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক। 



 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর