সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো বিষয় আর আলোচনার প্রয়োজন ছিল না: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো বিষয় আর আলোচনার প্রয়োজন ছিল না: মাশরাফি

ওয়ানডে বিশ্বকাপের আগে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত পরিণতি লাভ করেছে গতকাল রাতে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এসবের পর এবার মুখ খুলেছেন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

আজ নিজের ফেসবুক পেজে ১৬ মিনিটের এক ভিডিও বার্তায় মাশরাফি তার অবস্থান জানিয়েছেন। শুরুতেই তিনি বলেন তামিমের অধিনায়কত্ব ছাড়াটা উচিত হয় নি।


বিজ্ঞাপন


ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে তামিম যেন বিশ্বকাপে খেলে। তামিমকে যে আদেশটা করেছিল প্রধানমন্ত্রী তামিমও তার বহিঃপ্রকাশ ছিল। তারপরে গণমাধ্যমে এসে সে কিন্তু বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন খেলতে অবশ্যই এরপরে আর কোনো কথা নেই। আমি অবশ্যই খেলবো।’   

মাশরাফি আরও বলেন, ‘যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ালো সে জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় না আর আলোচনার প্রয়োজন ছিল। যদি টিমের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, আমি আগেও বলেছি কোচ-অধিনায়ক ও টিম ম্যানেজমেট তারা ইন্ডিয়া গিয়ে সিদ্ধান্ত নিতো, যা করার করতো।’ 

তামিমকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয়ার ব্যাপারে মাশরাফি বলেন, ‘প্রথম হচ্ছে তামিম হয়তো কিছুটা উত্তেজিত হয়ে বলেছে। কিন্তু তার ভিত্তিতে তাকে দলে না রাখা আসলে কেমন হলো একটা জিনিস। আর দ্বিতীয়টি হচ্ছে তামিমকে এই বিষয়টা কিন্তু যে তুমি প্রথম ম্যাচ খেলো না বা খেললেও নিচে ব্যাটিং করো। আমার যদি ক্রিকেট জ্ঞান বিন্দুমাত্র থাকে, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এটা বলবে একমাত্র কোচ বা অধিনায়ক বা নির্বাচকরা যিনি যাবেন দলের সঙ্গে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজম্যান্ট বলবে।’

তিনি আরও যোগ করেন, ‘টিম ম্যানেজমেন্ট যদি বলেন সেই জিনিসটা বাংলাদেশ থেকে বলতে পারে, দল ঘোষণার পরও বলতে পারে ইন্ডিয়া গিয়ে বসেও বলতে পারতো। ম্যাচের একদিন আগে, দুই দিন আগে যেটা পরিস্থিতি অনুযায়ী বলতে পারতো। উইকেট দেখার পর কোচ-অধিনায়ক একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা এতো আগে করার কারণটা আসলে কি আমি জানি না। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর