৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এ টুর্নামেন্টের আগে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত পরিণতি লাভ করেছে গতকাল রাতে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এসবের পর এবার মুখ খুলেছেন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ নিজের ফেসবুক পেজে ১৬ মিনিটের এক ভিডিও বার্তায় মাশরাফি তার অবস্থান জানিয়েছেন। শুরুতেই তিনি বলেন তামিমের অধিনায়কত্ব ছাড়াটা উচিত হয় নি।
বিজ্ঞাপন
মাশরাফি বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে কেউ একজন তামিমের সঙ্গে কথা বলেছে, যেখানে একপর্যায়ে সে (তামিম) উত্তেজিত হয়ে যায়। এরপর সে নিজে থেকে দলে থাকতে চায়নি। আমি মনে করি এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল।’
টাইগার ক্রিকেটের সফল এই অধিনায়ক আরো বলেন, ‘আমরা দুটো ভিডিও দেখেছি, তামিমের পর সাকিব যে বর্তমানে অধিনায়ক; সে সাক্ষাৎকার দিয়েছে। সেখানেও সে কিছু কথা বলেছে। আমার কাছে কোনো ভাবেই মনে হয়নি তামিমের ক্যাপ্টেন্সি ছাড়াটা উচিৎ হয়েছে। এখন তামিমের একটা ইস্যু ছিল তার ইনজুরি। ইনজুরিটা থাকলে কিছু করার নাই। কিন্তু বোর্ড তাকে নিয়ে একটা কমফোর্ট জোনে ছিল। সবার সাথে বোর্ড থেকে একটা ক্লিয়ার যোগাযোগ ছিল যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখছি। তবুও ইনজুরি এবং সবমিলিয়ে তার ক্যাপ্টেন্সি ছাড়া উচিৎ হয়েছে কিনা তামিমই বলতে পারবে।’
