সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিব-তামিম ইস্যুতে হার্শা ভোগলে, ‘এটি আদর্শ নয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

সাকিব-তামিম ইস্যুতে হার্শা ভোগলে, ‘এটি আদর্শ নয়’

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এ টুর্নামেন্টের আগে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত পরিণতি লাভ করেছে গতকাল রাতে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে।

তামিমকে ছাড়াই এবারের বিশ্বকাপে গিয়েছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহককে বাদ দিয়ে বিশ্বকাপ দল সাজানো নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এসবের মাঝে তামিম ও সাকিব দুইজনই তাদের অবস্থান ব্যক্ত করেছেন, যা এখন সকলেরই জানা। 


বিজ্ঞাপন


তবে সাকিব-তামিমের এই দ্বন্দ্ব এবার দেশ ছাড়িয়ে চলে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও। জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকর হার্শা ভোগলের নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি। ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকর এক প্রকার হতাশাই প্রকাশ করেছেন সাকিব-তামিম ইস্যুতে, সেই সঙ্গে জানিয়েছেন এটি আদর্শ নয়। 

আজ সন্ধ্যায় এক এক্স (টুইট) বার্তায় বাংলাদেশ দলের এই দুই ক্রিকেটার নিয়ে চলমান অস্থিরতা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি। হার্শা তার টুইটে বলেন, "বাংলাদেশ সবসময়ই এমন একটি দল যার আবেগ ছড়িয়ে পড়ে। আমি মনে করি না যে তাদের দুই সেরা খেলোয়াড়ের জন্য একটি বড় টুর্নামেন্টের আগে জনসমক্ষে ঝগড়া করাটা আদর্শ।" 

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। যা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর