৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এ টুর্নামেন্টের আগে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত পরিণতি লাভ করেছে গতকাল রাতে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে।
তামিমের দলে না থাকা সহ আরো একাধিক বিষয় নিয়ে সাকিব মুখ খুলেছেন। দেশসেরা অলরাউন্ডার তামিম ইস্যুতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করিনা বা আমার ধারণা কেউই করেনা যে, বিশ্বকাপের এক সিরিজ আগে, কিংবা এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপের আগে হঠাত করে অধিনায়ক বদল হবে। এটা কখনোই হত না তামিম নিজে ঘোষণা না দিলে। এটা হলে দেড় বছর আগেই হত।’
বিজ্ঞাপন
এছাড়াও টাইগারদের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। অবশেষে তিনি দলে ফিরেছেন তার সামর্থ্য ও পারফরম্যান্স দিয়ে। কিন্তু মার্চে ইংল্যান্ড সিরিজের পর রিয়াদকে বিশ্রামের নামে বাদ দেওয়া হয়েছিল সেই প্রসঙ্গে সাকিব তার মত জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওই সময়ের আগপর্যন্ত মুশফিক ভাইয়ের সময়টা ভালো যাচ্ছিল না। লাকিলি মুশফিক ভাই ৭০ রান করে। পরের সিরিজ থেকে উনি ছয়ে ব্যাটিং করে আর রান করা শুরু করে আলহামদুলিল্লাহ্। রিয়াদ ভাই ওই ইনিংসে ভালো করতে পারেনি। তারপর থেকে রিয়াদ ভাই বাদ পড়ে। তাই আয়ারল্যান্ডের দুই সিরিজে উনি ছিলেন না বা এরপরও দলে ছিলেন না।’
সাকিব আরও বলেন, ‘পরবর্তীতে আবার আয়ারল্যান্ডের সঙ্গে আমরা দুটা সিরিজই জিতেছি। যেকোনো দলই হোক যখন জিততে থাকবে তখন তো স্বাভাবিকভাবেই ওই দলই থাকে। স্বাভাবিকভাবেই রিয়াদ ভাই ছিল না। এতে আমি দোষও দেখি না গুণও না। রিয়াদ ভাইয়ের যে ডেডিকেশন ছিল তার দলের প্রতি যে অবদান ছিল। দলের হয়ে খেলার যে ইচ্ছে ছিল, সবকিছু সবাই দেখতে পেরেছে। আমার দায়িত্বতো পুরো দলটা নির্বাচন করার না।’

