সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশকে সাফ জেতানো কোচ আর নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে সাফ জেতানো কোচ আর নেই

বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ নিজেদের নামে করা। দীর্ঘ দুই যুগ আগে এই শিরোপা জিতেছিল লাল-সবুজের দেশ। ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল টাইগাররা। অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের অধীনে এই সাফল্য এসেছিল। তবে সেই সোনালী সাফল্য এনে দেওয়া কোচ আর নেই।

আজ (বৃহস্পতিবার) দুপুরের পর থেকেই বাংলাদেশে কোটানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট কেউ কোটানের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের মাধ্যমে অনেকে নিশ্চিত হয়েছেন পাশাপাশি কোটানের ফেসবুক অ্যাকাউন্টে একটি শোক বার্তা পোস্টকেও ভিত্তি ধরা হচ্ছে। 


বিজ্ঞাপন


সেখানে মৃত্যুর দিন উল্লেখ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশের শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী তাদের সাবেক কোচের প্রয়াণে ইতোমধ্যে ফেসবুক পেজে শোক জানিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য এখনো কোনো শোক বার্তা দেয়নি।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন কোটান। ২০০৩ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফের চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ফাইনালের অধিনায়ক হাসান আল মামুন (নিয়মিত অধিনায়ক রজনীকান্ত বর্মণ ফাইনাল খেলতে পারেননি)। সেই হাসান আল মামুন প্রিয় গুরুর মৃত্যুতে লিখেছেন,‘আপনি শুধু আমার কাছে কোচই নন, একজন পিতা সমতুল্য। বাংলাদেশের ফুটবলে আপনার অবস্থান চির উন্নতই থাকবে সব সময়।’ 

জাতীয় দলে কয়েক বছর কোচিং করানোর পর বাংলাদেশে ক্লাব কোচিংও করিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পর সর্বশেষ ঢাকা আবাহনীর কোচ ছিলেন কোটান। বাংলাদেশের সাবেক ফুটবলারদের সঙ্গেও ছিল তার দারুণ সখ্যতা। সময় পেলে বাফুফে ভবনের পাশে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের উঠানে বৈকালিক ফুটবলে মেতে উঠতেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর