সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় যৌন কেলেঙ্কারি থেকে মুক্তি পেলেন লঙ্কান ওপেনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় যৌন কেলেঙ্কারি থেকে মুক্তি পেলেন লঙ্কান ওপেনার

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আলোচনায় এসছিলেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে যৌন কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এই ওপেনার। দীর্ঘ ধরে লড়ছিলেন নিজেকে নির্দোষ প্রমাণে। অবশেষে সকল অভিযোগ খারিজ করে তাকে অব্যাহতি দিয়েছে সিডনির আদালত।
 
মূলত বিশ্বকাপ চলাকালীন ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে নিজের সখ্যতা গড়ে তুলেন। অস্ট্রেলিয়ায় সেই নারীর সঙ্গে তিনি যৌন সম্পর্কে লিপ্ত হন। তবে এরপর সবচেয়ে গুরুতর অভিযোগে তিনি অভিযুক্ত হন। 

সেই নারী দাবী করে অনুমতি ছাড়াই সেই নারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন গুনাথিলাকা। তার বিরুদ্ধে সর্বমোট চারটি অভিযোগ আনা হয়েছিল।


বিজ্ঞাপন


guna

অভিযোগ আমলে নিয়ে লঙ্কান এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামে স্থানীয় পুলিশ। সে সময় তাকে অস্ট্রেলিয়ায় রেখেই পুরো শ্রীলঙ্কা দল চলে যায় এবং তাকে  নিষিদ্ধ করে। একাধিক অভিযোগে আটক এই ক্রিকেটার তিনটি অভিযোগে গত মে মাসে অব্যাহতি পেলেও একটি অভিযোগে এতোদিন আটকে ছিলেন তিনি। 

অবশেষে বাকি একটি অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। তবে জানা গেছে মামলা থেকে নিস্পত্তি পেলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের কারণে তার বিরুদ্ধে সেই শাস্তি বহাল রয়েছে। 

গুনাথিলাকার আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার জার্সিতে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর