সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাপন ভাইয়ের এটা বলা ঠিক হয়নি: সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

পাপন ভাইয়ের এটা বলা ঠিক হয়নি: সাকিব

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এ টুর্নামেন্টের আগে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত পরিণতি লাভ করেছে গতকাল রাতে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানেই জানিয়েছেন, তামিমের সঙ্গে তাঁর দ্বন্দ্বের বিষয়টি মিডিয়ার সামনে বলে দিয়ে ঠিক করেননি নাজমুল হাসান পাপন।

গত মার্চে ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে পাপন বলেছিলেন, সাকিব-তামিমের মাঝে চলমান আছে দ্বন্দ্ব। এমনকি ড্রেসিং রুমে এ দুজন কথা বলেন না বলেও জানিয়েছিলেন তিনি। বোর্ড সভাপতি বোলার পরেই এ বিষয়ে জানতে পারে সবাই।


বিজ্ঞাপন


এদিকে গণমাধ্যমের সামনে এ বিষয়টি বলে পাপন ঠিক করেননি বলে কাল জানিয়েছেন সাকিব। সাক্ষাৎকারে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে উত্তরে সাকিব বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।’

সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর