তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে নিয়ে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে গতকাল সন্ধ্যায় একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম। আর রাতে প্রচারিত হয়েছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে সাকিবের দেয়া সাক্ষাৎকার।
গতকাল প্রচারিত সেই সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন বেশ কিছু বিষয় নিয়ে। এসবের মাঝে ছিল অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব নেয়া, তামিমের সঙ্গে বিরোধ, দেশসেরা ওপেনারের দলে না থাকা, কোচ চন্ডিকা হাথুরুসিংহ সহ আরও অনেক কিছু।
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছিল, চলমান ইস্যতে এটিই সাকিবের শেষ সাক্ষাৎকার। তবে আজ জানা গেলো ভিন্ন খবর। সাকিবের সেই সাক্ষাৎকারের আছে একটি দ্বিতীয় পর্বও। আর তা প্রচারিত হবে আজ রাত ১১টায়।
গতকাল প্রচারিত পর্বে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপ পর্যন্তই অধিনায়কত্ব করবেন তিনি। এছাড়া তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পেছনেও তিনি জড়িত নন বলেও জানিয়েছেন তিনি। তবে প্রশ্ন তুলেছিলেন তামিম টিমম্যান কি না তা নিয়ে। আজ প্রচারিত ভিডিওতে তিনি আর কি কি বিষয় নিয়ে বলবেন তা নিয়ে ইতিমধ্যেই ভক্ত-সমর্থকদের মাঝে জেগেছে আগ্রহ-উদ্দীপনা।

