সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গ্যালারিতে বসে ফাইনালে মিয়ামির হার দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

গ্যালারিতে বসে ফাইনালে মিয়ামির হার দেখলেন মেসি

লিওনেল মেসি দলে যোগ দেয়ার পরই প্রথম শিরোপার দেখা পেয়েছিল ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন জাদুকরের পায়ের জাদুতেই আরও একটি টুর্নামেন্টের ফাইনালেও ওঠেছিল দলটি। লিগস কাপের শিরোপা জয়ের পর আজ ভোরে ইউএস ওপেন কাপের ফাইনালে মিয়ামি মুখোমুখি হয়েছিল হিউস্টন ডায়নামোর। তবে শিরোপা জয়ের এ ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছে মিয়ামি। আর দলের হার ডেভিড ব্যাকহাম এবং জিনেদিন জিদানের সঙ্গে গ্যালারিতে বসে দেখেছেন মেসি।

আগেই জানা গিয়েছিল, ইউ এস ওপেন কাপের ফাইনালে মিয়ামির হয়ে মাঠে নামতে পারবেন না মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এখনো সুস্থ না হওয়ায় তাই আজ ক্লাবের হয়ে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। তবে হিউস্টনের বিপক্ষে আজ হারের দিনে মাঠেই উপস্থিত ছিলেন মেসি।


বিজ্ঞাপন


মিয়ামির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ শুরু থেকেই বেশ দাপটের সঙ্গেই খেলেছে হিউস্টন। আক্রমণাত্মক খেলায় প্রথমে গোলের দেখা পায় তারাই। এমনকি হিউস্টন এ দিন বিরতিতে যাওয়ার আগেই মিয়ামির বিপক্ষে ব্যবধান গড়ে ২-০ গোলের।

মেসিবিহীন মিয়ামি এ দিন বিরতির পরও আর খেলায় ফিরতে পারেনি। হিউস্টনের রক্ষণ ভেদ করে জালের দেখা পেতে ব্যর্থ হয় মিয়ামি ফুটবলারররা। এদিকে দ্বিতীয়ার্ধ্বেও একটি গোলের দেখা পেয়েছিল হিউস্টন। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ম্যাচের যোগ করা সময়ে মিয়ামির হয়ে একটি গোল দেন জোসেফ মার্টিনেজ। কিন্তু তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ফলে মিয়ামিকে ২-১ গোলে হারিয়ে দ্বিয়তীয়বারের মত ইউএস ওপেন কাপের শিরোপা জিতে নেয় হিউস্টন।

এদিকে মিয়ামির জার্সি পরে মাঠে নামতে না পারলেও এ দিন স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন মেসি। মিয়ামির ফাইনাল দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন ব্যাকহামের সাবেক সতীর্থ জিদান এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ড্রেসিং রুমে এ দিন মেসি, ব্যাকহাম এবং জিদান এক সঙ্গে ছবিও তুলেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর