সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩-৪ মাসে যা হয়েছে সব পরিকল্পিত: তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

৩-৪ মাসে যা হয়েছে সব পরিকল্পিত: তামিম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়। এসব নিয়ে তামিম ইকবাল মুখ না খুললেও আজ সকালে এক ফেসবুক পোস্টে সবকিছু নিয়ে কথা বলার ইঙ্গিত দেন দেশসেরা এই ওপেনার। অবশেষে বিকেল ৫টার দিকে ১২মিনিট ১০ সেকেন্ডের এক ভিডিও বার্তা প্রকাশ করে নিজের মত প্রকাশ করেন তামিম। 

যেখানে তামিম দাবি করেছেন তার সঙ্গে সবশেষ ৩-৪ মাসে যা হয়েছে সব পরিকল্পিত। ভিডিও বার্তা প্রকাশ করে তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না। আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করছে। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। ’ 


বিজ্ঞাপন


‘যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন। ’ 

এছাড়াও তামিম সবচেয়ে বড় একটি কথা জানিয়েছেন সবশেষ তিন-চার মাসে যা হয়েছে তা পরিকল্পিত। তামিম এ কথার পক্ষে আরো বলেন, "একজনের সাথে একটা কাহিনী ইন্সিডেন্ট হতে পারে, দুইটা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং (ভুল বুঝাবুঝি) হতে পারে। কিন্তু একজনের সাথে লাস্ট তিন চার মাসে যদি সাত আটটা কাহিনী হয় তাহলে এটা ইন্টেনশনাল (পরিকল্পিত) হয়। দিস ইস হোয়াট আই ফেল্ট। এর চেয়ে বেশি কিছু বলার নাই, আপনারা ভালো থাকবেন।" 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর