সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন হাসারাঙ্গা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন হাসারাঙ্গা!

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তবে এখনো নিজেদের দল গুছিয়ে নিতে পারেনি শ্রীলঙ্কা। সদ্য সমাপ্ত এশিয়া কাপে লঙ্কানরা খেলেছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই। চোটের কারণে দলের বাইরে ছিলেন একাধিক ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার বিশ্বকাপেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিশ্বকাপের আগে হাসারাঙ্গাকে নিয়ে বড় দুঃসংবাদই পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না এই লঙ্কান স্পিনার।


বিজ্ঞাপন


প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসারাঙ্গার বদলে কাউকে দলে নিতে এখনো চার দিন সময় হাতে আছে লঙ্কান ক্রিকেট বোর্ডের। ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল দেয়ার সময় বেঁধে দিয়েছে আইসিসি। হাসারাঙ্গার চোট নিয়ে এখনো বিস্তারিত কিছুই জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট। 

চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি হাসারাঙ্গা। সবশেষ তিনি মাঠে নেমেছিলেন স্বদেশী ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগে। এ টুর্নামেন্টে বল হাতে বেশ ভালো পারফর্ম করেছেন এই লঙ্কান স্পিনার। বিশ্বকাপে হাসারাঙ্গা না খেলতে পারলে তা শ্রীলঙ্কার জন্যে একটি বড় ধাক্কা হয়েই আসবে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর