সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজে ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে সেমিতে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ এএম

শেয়ার করুন:

বাজে ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে সেমিতে বাংলাদেশের হার

এশিয়ান গেমসে নারীদের ক্রিকেট বিভাগের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে চীনের জিয়েজাং ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে আজ ব্যাটিং ব্যর্থতায় নিগার সুলতানা জ্যোতির দল পরাজিত হয়েছে।

টানা বৃষ্টিতে ভেজা মাঠে আজ ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যোতি। তবে এমন সিদ্ধান্তের চূড়ান্ত প্রায়শ্চিত্ত করতে হয়েছে টাইগ্রসদের। এদিন ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারই ফিরেছেন গোল্ডেন ডাকে।


বিজ্ঞাপন


এরপর রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন আরও ৩ জন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক জ্যোতি নিজে। তিনি ছাড়া আর কেউই পাননি দুই অঙ্কের দেখা। ফলে চূড়ান্ত ব্যাটিং ব্যর্তায় ৫১ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকর।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ফিরেছেন দলীয় ১৯ রানে। এরপর ভারত আরও এক উইকেট হারিয়েছেন। বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৮.২ ওভারে ৮ উইকেট হাতে রেখেই। এ হারে ফাইনাল নিশ্চিত করতে না পারা জ্যোতিরা আগামীকাল সকালে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর