সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আউট হয়ে ক্ষুব্ধ লিটন ভাঙলেন নিজের দামি ব্যাট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

আউট হয়ে ক্ষুব্ধ লিটন ভাঙলেন নিজের দামি ব্যাট

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গতকাল ছিল কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কাল ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। 

আগে ব্যাট করতে নেমে গতকাল বাংলাদেশকে ২৫৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা ফের শিকার হয়েছে ব্যাটিং ব্যর্থতার। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে ১৬৮ রানে।


বিজ্ঞাপন


এদিকে টাইগারদের মধ্যে গতকাল রানের দেখা পেয়েছেন শুধু দুইজন। চোট কাটিয়ে দলে ফেরা তামিম ইকবাল করেছেন ৫৮ বলে ৪৪ রান, আর দীর্ঘ দিন পর লাল সবুজের জার্সিতে মাঠে ফিরে মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৭৬ বলে ৪৯ রান।

এদিকে বিশ্বকাপের আগে বাংলাদশের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে লিটন দাসের অফ ফর্ম। দীর্ঘ দিন ধরেই টাইগার ব্যাটার ভুগছেন রান খরায়। ব্যাট হাতে ২০২২ সালে বেশ ভালো করলেও এ বছর এসে যেন হয়ে আছেন নিজের ছায়া হয়ে।

Posted by Facebook on Date:

টাইগারদের এশিয়া কাপ মিশনেও হাসেনি লিটনের ব্যাট। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে কালকের ম্যাচেও ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন লিটন। ১৬ বল খেলে মাত্র ৬ রান করেই ফিরেছেন তিনি।


বিজ্ঞাপন


নিজের ধারাবাহিক অফ ফর্মের কারণে বিচলিত লিটন নিজেও। তবে গতকালের আউটের পর যেন একটু বেশিই হতাশ হয়েছিলেন তিনি। তাই হয়তো, মাঠ ছাড়ার পর ড্রেসিং রুমে ঢোকার আগ মুহুর্তে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন কংক্রিটের রাস্তায়।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো পারফর্মের জন্য লিটনের রানে ফেরা অত্যন্ত প্রয়োজনীয়। আসন্ন মেগা টুর্নামেন্টের আগে নিজের দুর্বলতা কাটিয়ে টাইগার ওপেনার ফের নিজের ফর্ম ফিরে পাবেন এই প্রত্যাশায় এখন করছেন ভক্ত-সমর্থকরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর