বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচে কিউই স্পিনার সোধির ঘূর্নিতে ১৬৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ৮৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে গেল ব্লাক ক্যাপসরা। এদিকে অবসর নাটক এরপর ইনজুরি সমস্যা, সব মিলিয়ে প্রায় ৮০ দিন পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। অপরদিকে বিশ্রামের কথা বলে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন প্রায় ছয় মাস পর। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সিনিয়রদের ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন লিটন দাস।
লিটন বলেন, ‘নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার দারুণ ব্যাটিং করেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল না। হয়ত আমরা ব্যাটিংয়ে আপ টু দ্যা মার্ক ছিলাম না। আমাদের দুই সিনিয়র ক্রিকেটার ব্যাট হাতে বেশ ভালো করেছেন। আমাদের মধ্যে একজনের ৮০-৯০ অথবা ১০০ রানের ইনিংস খেলতে হত জয়ের জন্য।’
বিজ্ঞাপন
ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশাটা আরও একবার স্পষ্ট হয়েছে। দুই সিনিয়র তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ বাদে কেউ পার করতে পারেননি ৪০ রানের কোটা। ওপেনিংয়ে নেমে তামিম খেলেছেন ৫৮ বলে ৪৪ রানের ইনিংস। অন্যদিকে লড়াকু এক ইনিংস খেলা রিয়াদ ৭৬ বলে করেছেন ৪৯।
তবে তাতে হারের ব্যবধানটাই কমেছে শুধু, জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও ব্যাটিংয়ে নিজেদের হতাশাজনক চিত্রের কথাও বলেছেন।

