সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখনও পিঠের অস্বস্তিতে তামিম 

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

এখনও পিঠের অস্বস্তিতে তামিম 

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচে কিউই স্পিনার সোধির ঘূর্নিতে ১৬৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ৮৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে গেল ব্লাক ক্যাপসরা। এদিকে অবসর নাটক এরপর ইনজুরি সমস্যা, সব মিলিয়ে প্রায় ৮০ দিন পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। 

বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে ছিলেন সাবেক টাইগার অধিনায়ক। তবে ম্যাচ শেষে সাবেক টাইগার এই অধিনায়ক জানালেন শতভাগ ফিট নন তিনি। 


বিজ্ঞাপন


সাবেক অধিনায়ক তামিম বলেন, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।’ 

এতদিন পর ফেরা নিয়ে তামিম বলেন, ‘সত্যি বলতে আমি নার্ভাস ছিলাম। যদি বলি সাধারণ একটা ম্যাচ, সত্যি কথা বলা হবে না। গত কয়েক মাস যা হয়েছে, আমি যখন ব্যাট করতে নামছিলাম, অবশ্যই নার্ভাস লাগছিল। তবে প্রথম ওভারের পরই কেটে গেছে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর