সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৪ ইউরোর আগে নতুন কোচ পেল জার্মানি 

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

২০২৪ ইউরোর আগে নতুন কোচ পেল জার্মানি 

ইউরো কাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে লজ্জার হারের মুখে পড়ে কোচ হানসি ফ্লিককে বরখাস্ত করেন জার্মানরা। এরপর তার জায়গা কাকে নিয়ে আসবে তা নিয়ে চলে নানা জল্পনা। অবশেষে জানা গেলো ২০২৪ সালের ইউরো পর্যন্ত জার্মানির ডগ আউট সামলাবেন ইউলিয়ান নাগলসমানকে। জার্মান ফুটবল এসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। 

এই কোচ গত মার্চে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়ার পরই বসেছিলেন। নতুন মৌসুমে শুরুতে তার পিএসজি, চেলসি এবং টটেনহ্যামের হেড কোচ হওয়ার জোর গুঞ্জন ছিল। কিন্তু দুইয়ে দুইয়ে চার না মেলায় প্যারিস কিংবা লন্ডনের ক্লাবের দায়িত্ব নেওয়া হয়নি তার। তবে ক্লাব ফুটবলের পার্ট আপাতত চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে যাচ্ছে ৩৬ বছর বয়সী এই কোচের।


বিজ্ঞাপন


জার্মান জাতীয় দলের দায়িত্ব নিয়ে নাগলসমান বলেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপ এবার নিজ দেশে। যা খুবই বিশেষ, কয়েক দশক পরে ঘরের মাঠে এমন আসর আয়েজনের সুযোগ মেলে। টুর্নামেন্টটা স্মরণীয় করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। এই চ্যালেঞ্জ নিতে আমি উন্মুখ ছিলাম।’ 

সামনের বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোর আয়োজক জার্মানি। যা শুরু হতে এক বছরও বাকি নেই, কিন্তু বর্তমানে দলটির অবস্থা বেশ নাজুক। চলতি মাসের শুরুতে নিজেদের মাটিতে জাপানের কাছে ৪-১ বিধ্বস্ত হয় তারা। সেই ম্যাচের পরই কোচের পদ থেকে বরখাস্ত হন হানসি ফ্লিক। এবার তার উত্তরসূরি হিসেবে নাগলসমানকে বেছে নিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।

নাগেলসমানের অধীনে আগামী ১৪ অক্টোবর প্রথম মাঠে নামবে জার্মানি। যেখানে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ১৮ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে নামবে তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর