সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমিই একমাত্র ফুটবলার যে বিশ্বজয়ের পর ক্লাবের স্বীকৃতি পাইনি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

‘আমিই একমাত্র ফুটবলার যে বিশ্বজয়ের পর ক্লাবের স্বীকৃতি পাইনি’

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা দূর হয়েছে। একই সঙ্গে পূর্ণতা পেয়েছে লিওনেল মেসির ক্যারিয়ার। বিশ্বজয়ের পর ফুটবল জাদুকর বেশ কয়েকবারই তাই বলেছেন যে ফুটবল থেকে তাঁর আর কিছুই পাওয়ার নেই। এদিকে সব্দিক থেকে তৃপ্ত হলেও ক্লাব ক্যারিয়ারের পিএসজি অধ্যায়ের কিছু আক্ষেপ আছে মেসির জীবনে যে কথা তিনি জানিয়েছেন সম্প্রতি।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফ্রান্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে শিরোপা নিজেদের করে নেয় ফ্রান্স। এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি তখনকার ক্লাব পিএসজিতে ফিরলেও তাকে ক্লাবটির পক্ষ থেকে কোনো সংবর্ধনা দেয় হয়নি, বরণ করা হয়নি। ফরাসি জায়ান্টরা কেনও এমন করেছে তাঁর কারণও বলে দিয়েছেন মেসি নিজেই।


বিজ্ঞাপন


ইএসপিএনের মিগু গ্রানাদোসেক দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন , ‘(আর্জেন্টিনা দলের) ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা বোধগম্যই। কারণ, আমাদের (আর্জেন্টিনা) কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

মেসি পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। সেখানে বেশ উপভোগও করছেন তিনি। একই সঙ্গে পিএসজি ছাড়ার পর বেশ কয়েকটি সাক্ষাতকারেই তিনি জানিয়েছেন, ফরাসি জায়ান্টদের সঙ্গে তাঁর সময়টা খারাপই কেটেছে।

এদিকে সাক্ষাৎকারে মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কখনো পিএসজিতেই থেকে যাওয়ার কথা ভেবেছেন কিনা। উত্তরে মেসি বলেন, ‘এরকমই হয়েছে। আমি যা আশা করেছিলাম, সেটা হয়নি। তবে আমি সব সময়ই বলে থাকি, যেকোনো কিছু কোনো না কোনো কারণেই ঘটে থাকে। আমি যদি সেখানে ভালো না থাকি, সেটার কারণ আমি তখন বিশ্বচ্যাম্পিয়ন।’

আর মিয়ামিতে যোগ দেয়া প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি যা করি, সেটা আমি ভালোবাসি। আমি খেলতে আনন্দ পাই। এ কারণেই অন্য কোথাও না খেলে মায়ামিতে এসেছি। এখন অভিজ্ঞতাটা ভিন্নভাবে হচ্ছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর