সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মেসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ এএম

শেয়ার করুন:

‘মেসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’

বিশ্বজয়ের পর ক্লাব ক্যারিয়ারের ঠিকানা বদলে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই দলটির নতুন দিনের স্বপ্নের প্রধান কান্ডারি হয়ে ওঠেছেন তিনি। তাঁর কারণেই লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ফুটবল জাদুকর তাঁর পায়ের জাদুতেই আরও একটি টুর্নামেন্টের ফাইনালেও তুলেছেন দলকে। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত ১২ ম্যাচ খেলে করেছেন ১১টি গোল।

মেসিকে নিয়েই এবার মেজর লিগ সকারের প্লে অফে খেলার স্বপ্নও দেখছিল মিয়ামি। তবে সে আশায় কিছুটা হলেও ভাটা পড়েছে। ফুটবল জাদুকরকে ছাড়া একটি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে ডেভিড ব্যাকহামের দলকে, এরপর গতকাল তিনি আবার দলে ফিরলেও খেলতে পারেননি পুরো ম্যাচ। ৩৭ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।


বিজ্ঞাপন


এদিকে মেসির চোট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে কবে নাগাদ তিনি আবার মাঠে ফিরতে পারবেন তাও এখনো নিশ্চিত নয়। তাকে ছাড়া প্লে অফের স্বপ্নও ফিকে হয়ে যেতে পারে। তবে ফুটবল জাদুকরকে ছাড়া মিয়ামি প্লে অফ নিশ্চিত করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে দলটির মিডফিল্ডার রবার্ট টেলর জানিয়েছেন তিনি নিশ্চিত নন।

মিয়ামির হয়ে এবার ৩৫ ম্যাচ খেলা টেলর গোল করেছেন ৮টি। মেসি না থাকলেও তিনি দলকে প্লে অফ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে টেলর বলেন, ‘আমার মনে হয় না তার খেলা কপি করার জন্য খুব বেশি পরামর্শ সে দিতে পারবে। কারণ, তার (মেসি) খেলার কপি কেউ করতে পারবে না।’

মেসি মিয়ামির সবথেকে গুরুত্বপূর্ন খেলোয়াড় দাবী করে টেলর বলেন, ‘আবার এটা করার চেষ্টা করব। কিন্তু এর নিশ্চয়তা আমি দিতে পারি না। বিষয়টা নিশ্চয়ই মেসির মতো নয়। সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু কখনো কখনো তাকে ছাড়া খেলতে হবে আমাদের। দলের বাকিদের এগিয়ে আসতে হবে এবং দলের জন্য ভালো ফলও নিয়ে আসতে হবে।’   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর