বিশ্বকাপের আগে অনুষ্ঠিত এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে এ টুর্নামেন্টে ফাইনালে পৌঁছাতে পারেনি বাবর আজমরা। ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও পরাজয়ে ছিটকে যায় আসর থেকে। এদিকে বিশ্বকাপের আগে চোটও হানা দিয়েছে ম্যান ইন গ্রিনদের দলে। পেসার নাসিম শাহ পুরো বিশ্বকাপের জন্যই ছিটকে যেতে পারেন, আশঙ্কা আছে হারিস রউফকে নিয়েও। এসবের মাঝেই দেশটির ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ হাফিজ।
গতকাল নিজের ব্যক্তিগত এক্স প্রোফাইলে করা এক পোস্টে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন হাফিজ। তিনি লিখেন, 'পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এমজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে এই সুযোগ দেয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই।'
বিজ্ঞাপন
তবে পদত্যাগ করলেও পাকিস্তান ক্রিকেটের জন্য যে পরামর্শ দিতে তিনি সবসময় প্রস্তুত থাকবেন বলেও জানান তিনি। হাফিজ বলেন, 'জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তাহলে সাহায্য করার জন্য সবসময় আমি প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ।'
এদিকে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া পাকিস্তান আজ বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করবে বলে জানা গেছে। ফলে দল ঘোষণার আগের দিন হঠাত করে হাফিজের পদত্যাগ আলোচনার জন্ম দিয়েছে। আবার গতকাল অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক শাদাব খান সহ দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সভায় বসেছিল পিসিবি। কিন্তু তাতে উপস্থিত ছিলেন না ইনজামাম উল হক। ম্যান ইন গ্রিনদের জন্য সম্ভাব্য শক্তিশালী দল গঠনের দায়িত্ব এবার তারই।

