সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘পাকিস্তান আহামরি কোনো দল নয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ এএম

শেয়ার করুন:

‘পাকিস্তান আহামরি কোনো দল নয়’

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর সপ্তাহ দুয়েক। মেগা এ টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে তুমুল আগ্রহ আর উদ্দীপনা। এদিকে আসন্ন বিশ্বকাপ নিয়ে মেতে আছেন সাবেক ক্রিকেটাররাও। তারা বিভিন্ন দল নিয়ে জানাচ্ছেন তাদের মতামত, এমনকি এবার সেমিফাইনালে কোন চার দল যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণীও করছেন অনেকেই। এবার সে তালিকায় যুক্ত হয়েছে সাবেক ভারতীয় বোলার হরভজন সিং।

যেসব তারকা এবারের আসরের সম্ভাব্য সেমিফাইনালিস্ট চার দল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, তাদের অধিকাংশই পাকিস্তানকে তাদের তালিকায় রেখেছেন। এছাড়াও তাদের তালিকায় আরও ছিল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত দলগুলো। তবে ব্যতিক্রম হরভজন।


বিজ্ঞাপন


আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় পাকিস্তানকে গোণায়ই ধরতে চান না হরভজন। ভারতীয় এ স্পিনারের জানিয়েছেন, বিশ্বকাপের আগে আজ থেকে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের জয়ী দলই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। এছাড়া বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনালের দৌড়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

এরপর হরভজন বলেন, ‘অনেকেই বলছেন পাকিস্তানও সেমিফাইনালে যেতে পারে। তবে আমার তা মনে হয় না। একদিনের ক্রিকেটে পাকিস্তান আহামরি কোনো দল নয়, তারা খুনই গড়পড়তা মানের। টী-টোয়েন্টিতে তারা ভালো খেলে তবে ওডিআইতে নয়। তাই বিশ্বকাপ সেমিফাইনালিস্টের তালিকায় আমি চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডকে রাখতে চাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর