সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রাত ৩টায় বললেও ডেথ ওভারে ভালো বোলিং করবে মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ পিএম

শেয়ার করুন:

‘রাত ৩টায় বললেও ডেথ ওভারে ভালো বোলিং করবে মুস্তাফিজ’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশি বোলারদের দাপট দেখেছে সফরকারী দল। মুস্তাফিজুর রহমানের বোলিং থেকে ধরে নাসুম আহমেদের ঘূর্ণি সামলাতে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে বেরসিক বৃষ্টির সবশেষ জয় হলেও টাইগার বোলাররা ছিলেন ছন্দে। 

নিউজিল্যান্ডের ইনিংসের ৩৪ তম ওভারে খেলার সময় মিরপুরে দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে তা আর থামেনি। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। 


বিজ্ঞাপন


বৃষ্টির জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন এই সিরিজের জন্য দায়িত্ব পাওয়া টাইগার কোচ নিক পোথাস। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ভেসে যাওয়ার পর আজকের উইকেটের ধরণ নিয়ে ফার্গুসনের মতো পোথাসকেও প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, ‘আমরা এই উইকেটকে মূল্যায়ন করতে পারছি না। তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এই পিচ সর্বোচ্চ দুই ঘণ্টা ছিল সূর্যের আলোর নিচে। আমরা কি প্রত্যাশা করতে পারি? এটা বেঁচে থাকা বস্তু। গামিনি মিরাকল ঘটাতে পারবে না। আমার মনে হয় সে এই সময়ের মধ্যে ভালো কাজ করেছে। ’

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে তো ফিজের বোলিং ফিগার ছিল চোখে পড়ার মতো—৭-১-২৭-৩। পোথাসের কণ্ঠে আজ কাটার মাস্টার মুস্তাফিজের জন্য প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি ডেথ ওভারে তার বোলিংয়ের দক্ষতা। তাকে তুমি যদি রাত ৩টায় ঘুম থেকে উঠিয়ে বলো ডেথ ওভারে বোলিং করতে, সে বিশ্বের সেরা বোলিংটাই করবে’। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর