তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশি বোলারদের দাপট দেখেছে সফরকারী দল। মুস্তাফিজুর রহমানের বোলিং থেকে ধরে নাসুম আহমেদের ঘূর্ণি সামলাতে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে বেরসিক বৃষ্টির সবশেষ জয় হলেও টাইগার বোলাররা ছিলেন ছন্দে।
নিউজিল্যান্ডের ইনিংসের ৩৪ তম ওভারে খেলার সময় মিরপুরে দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে তা আর থামেনি। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
বিজ্ঞাপন
বৃষ্টির জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। নতুন দায়িত্বের অভিষেকের দিন মাঠে পুরো খেলা হয়নি এই ডানহাতি পেসারের। তবে সংবাদ সম্মেলনে সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ভেসে যাওয়ার পর আজকের উইকেটের ধরণ নিয়ে ফার্গুসনকে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, ‘আমার জানা নেই। আগের দিনও বলেছি, এই সিরিজ নিয়ে আমরা খুব ফোকাসড। এখানে হয়তো ভারতের চেয়ে আলাদা কন্ডিশন, কিন্তু স্পিন উইকেটে খেলা সবসময় সাহায্য করে। আমি নিশ্চিত না ভারতেও একই রকম হবে কি না। কিন্তু হ্যাঁ, আমাদের দিক থেকে শিক্ষাটা নিচ্ছি আর সিরিজে মনোযোগ দিচ্ছি। দ্বিতীয় ম্যাচটা কয়েকদিন পরে, কোনো সন্দেহ নেই আমরা আবার একসঙ্গে হবো আর আজকের ব্যাপারে কথা বলবো। দেখবো কী কাজে আসে, এরপর একে-অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করবো বোলারদের সঙ্গে যেন তারা শনিবার ভালো করতে পারে। ’

