এশিয়ান গেমসে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে চীন গিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে হেরে যাত্রা শুরু করে বাংলাদেশ। চীনের হাংজুর জিয়া ওশান স্পোর্টস সেন্টারে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরে নিজেদের এশিয়াড মিশনে টিকে থাকার বড় চ্যালেঞ্জে পড়েছিল টাইগাররা। আজ ঘুরে দাঁড়ানোর মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে সুনীল ছেত্রির শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছে ভারত। ফলে এশিয়ান গেমসের টানা দুই ম্যাচে হেরে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন পরাজিত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায়ের পথে থাকলেও কোচের চেহারায় অবশ্য সেটা দৃশ্যমান ছিল না।
বিজ্ঞাপন
কোচ তার প্রাথমিক বক্তব্যে বলেন, ‘আমাদের খেলোয়াড়রা দুই ম্যাচেই ভালো খেলেছে। বিশেষ করে আজকের ম্যাচে গোলরক্ষক (মিতুল মারমা) দুর্দান্ত খেলেছে। এই টুর্নামেন্ট থেকে আমাদের প্রাপ্তি জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় খুঁজে পাওয়া।’
কোচ নতুন খেলোয়াড় খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রাপ্তি দেখলেও বাংলাদেশ গত এশিয়াডে প্রথমবারের মতো নক-আউট পর্বে খেলে ইতিহাস করেছিল। এবার দুই ম্যাচ হেরে তারা বিদায়ের পথে। এই প্রসঙ্গে কোচের মন্তব্য, ‘আমরা ফলাফল নিয়ে খুব বেশি শঙ্কিত ছিলাম। দু’টি ম্যাচই আমরা জয়ের মতো অবস্থায় ছিলাম। ছয় পয়েন্টও থাকতে পারতো বাংলাদেশের।’
প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল আত্মঘাতী গোলে। পেনাল্টির গোলে হার আজকের ম্যাচে। ফিলিপাইনের রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে খানিকটা প্রশ্নবিদ্ধ হলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এ নিয়ে প্রশ্ন তুলতে চাইলেন না, ‘রেফারিং ও পেনাল্টি নিয়ে আমি অভিযোগ করব না। ম্যাচে এ রকম কিছু হতে পারে এবং সবাই দেখেছে।’

