সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ শুরু হতে বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের আগে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে কাল মোহালিতে মাঠে নামবে দুই দল। তবে কালকের খেলায় দলে মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল থাকবেন না।

কদিন আগেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ। প্রোটিয়াদের বিপক্ষে এ সিরিজে দলে ছিলেন না অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল এবং স্টার্ক। কামিন্স নিজে চোট থেকে সেরে ওঠলেও এখনো পুরোপুরি সুস্থ হননি স্টার্ক এবং ম্যাক্সওয়েল। তাই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দলে থাকবেন না তারা দুজন।


বিজ্ঞাপন


ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমি খুব ভালো বোধ করছি। বলতে পারেন, শতভাগ ফিট। আশা করি, সব ম্যাচ খেলতে পারব।’ এরপরই জানান, কুঁচকির চোট থেকে স্টার্ক ও অ্যাঙ্কেলের চোট থেকে ম্যাক্সওয়েল পুরোপুরি সেরে না ওঠায় আগামীকাল খেলতে পারবেন না, ‘ওরা কাল থাকছে না। তবে পরের ম্যাচগুলোয় পাওয়া যাবে।’

ভারতের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে প্রস্তুতির সেরা সুযোগ বলেও মন্তব্য করেছেন কামিন্স। এ সিরিজ দিয়েই আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য সম্ভাব্য সেরা দল খুঁজে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। কামিন্স বলেন, ‘আমরা একেক ম্যাচে একেক ধরনের কম্বিনেশন নিয়ে মাঠে নামব। আশা করি, সামনের কয়েকটি ম্যাচে আমরা কিছু প্রশ্নের উত্তর পাব।’

এদিকে বিশ্বকাপের আগে চোটগ্রস্ত ক্রিকেটারদের তালিকা আরও দীর্ঘ হয়েছে অজিদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে হাতে আঘাত পেয়েছেন ট্রাভিস হেড। এই চোটের কারণে ভারত সিরিজ তো বটেই, বিশ্বকাপের শুরুর দিকে কিছু ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর