সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেষ মুহূর্তে ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

শেষ মুহূর্তে ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের 

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। চীনের হাংজুর জিয়া ওশান স্পোর্টস সেন্টারে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরে নিজেদের এশিয়াড মিশন  শুরু করেছিল টাইগাররা। আজ ঘুরে দাঁড়ানোর মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে সুনীল ছেত্রির শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছে ভারত। ফলে এশিয়ান গেমসের টানা দুই ম্যাচে হেরে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। 

বাঁচা-মরার লড়াইয়ে প্রথমার্ধে বাংলাদেশ ভারতের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে। টাইগারদের প্রথমার্ধে ম্যাচে রেখেছেন গোলরক্ষক মিতুল মারমা। প্রথমার্ধের ৪৫ মিনিট পর ইনজুরি সময়ে টানা চারটি সেভ করেছেন তিনি। একই মুভমেন্টে চারটি আক্রমণ দুর্দান্তভাবে প্রতিহত করেছেন মিতুল। 


বিজ্ঞাপন


গ্যালারীতে ভারতীয় দর্শক বেশি থাকলেও মিতুলের সেভ প্রশংসিত হয়েছে তাদের কাছেও। গেমসে পুরুষ ফুটবল অলিম্পিক দল (অ-২৩ ) হলেও সিনিয়র তিন জন ফুটবলার খেলতে পারেন। ভারত সিনিয়র কোটায় নিয়েছেন সুনীল ছেত্রীকে। তারকা ফুটবলারকে নিয়েও প্রথমার্ধে গোলের দেখা পায় নি ভারত। 

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় সুনীল ছেত্রির দল। বাংলাদেশও এবার বেশ কয়েকবার করেছে প্রতি আক্রমণ। তবে লক্ষ্যভেদ করতে পারেনি টাইগাররা। পরে ভারতও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে গোলের দেখা পেতে ব্যর্থ হয় তারা। এদিকে ৭৭ মিনিটের মাথায় গোল করার দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভারতীয় গোল রক্ষক ধীরাজ সিংয়ের নিপুণতায় গোল বঞ্চিত হয় টাইগাররা। 

এদিকে ম্যাচের শেষদিকে ৮৩ মিনিটে নিজেদের বক্সে ভারতীয় ফুটবলার মিরান্ডাকে ফাউল করেন বাংলাদেশি অধিনায়ক রহমত শাহ। ফলে পেনাল্টি পায় ভারত। র স্পট কিকে জালের ঠিকানা খুঁজে নেন সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে না পারায় শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। 


বিজ্ঞাপন


এদিকে টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুই ম্যাচ হারায় টিকে থাকার স্বপ্ন ফিকে হয়ে এসেছে বাংলাদেশের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর