কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ থেকে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর এবার বাংলাদেশে আসতে চলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী অক্টোবরেই সেলেসাওদের বিশ্বকাপজয়ী তারকা ঢাকায় আসবেন।
মাসখানেক আগেই বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ। তবে সে সময় আলবিসেলেস্তে তারকাকে সামনে থেকে দেখার সুযোগ পায়নি ভক্ত-সমর্থকরা। বাজপাখি খ্যাত এই গোলরক্ষককে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিলেন কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত।
বিজ্ঞাপন
এবার রোনালদিনহোর বাংলাদেশে আসার উদ্যোগের সাথেও জড়িত আছেন এই শতদ্রু দত্তই। আগামী মাসে হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে তাকে কলকাতায় সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে আনতে চান শতদ্রু।
এদিকে কলকাতায় আসার পাশাপাশি রোনাওলদিনহো আসবেন বাংলাদেশেও। শতদ্রু বলেন, ‘আমরা তাকে বাংলাদেশেও আনতে পারি। এরই মধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। পৃষ্ঠপোষক মিললে রোনালদিনহোর বাংলাদেশে আসার সুযোগ আছে।’

