সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়নস লিগে ম্যানইউ-বায়ার্ন মহারণ আজ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ এএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়নস লিগে ম্যানইউ-বায়ার্ন মহারণ আজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে চলতি মৌসুমে চার ম্যাচে তিন জয় এক ড্র নিয়ে জার্মান লিগে টেবিলে দুইয়ে আছে বায়ার্ন। অন্যদিকে মৌসুমের শুরুতেই ধুঁকছে ম্যানইউ। লিগে পাঁচ ম্যাচে হেরেছে তিনটিতে। দুটিতে জিতলেও তাদের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। সর্বশেষ ব্রাইটনের কাছে ৩-১ গোলে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে পুরো দলকে। ফলে এমন অবস্থা কাটিয়ে উঠতে বায়ার্নের মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফেরার লক্ষ্য ঠিক করেছে রেড ডেভিলরা।  

এদিকে এই দুই দলের ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে বায়ার্নই। ১১ বারের দেখায় বায়ার্নের জয় চার, ম্যানইউয়ের দুই। ড্র বাকি পাঁচ ম্যাচ। তাই নিজেদেরকে জয়ে ফিরতে মরিয়া রেড ডেবিলরা। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের আধিপত্য ধরে রাখতে চাইবে বাভারিয়ানরা। এদিকে গ্রুপ পর্বে ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সঙ্গী করে আলিয়াঞ্জ অ্যারেনায় মাঠের ডাগ-আউটে পাবে না কোচ টমাস টুখেলকে।  কেননা এই কোচ আছেন এক ম্যাচের নিষেধাজ্ঞায়।


বিজ্ঞাপন


চলতি মৌসুমের আগে কয়েক বছর ধরেই হ্যারি কেইনকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়েছে রেড ডেভিলসরা। ইংলিশ অধিনায়কও চেয়েছিলেন ম্যানইউ শিবিরে আসতে। কিন্তু সমঝতা না মেলায় এই ট্রান্সফার আর আলোর মুখ দেখেনি। তাই টটেনহাম ছেড়ে কেইন পাড়ি জমিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। জার্মান ক্লাবটির হয়ে আজ চ্যাম্পিয়নস লিগে অভিষেক হচ্ছে এই ফরোয়ার্ডের। সেটাও আবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
 
তাই এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হ্যারি কেইন প্রশ্নের সম্মুখীন হয়েছেন ট্রান্সফারের বিষয়টি নিয়ে। এ নিয়ে হ্যারি কেইন বলেন, ‘হ্যাঁ, ম্যানইউ যাওয়ার ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু আমার সব মনোযোগ এখন বায়ার্নকে ঘিরে। এটা মানতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেড বড় দল, কিন্তু বায়ার্নের হয়ে সর্বোচ্চ সাফল্য পেতে চাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর