সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেপাল ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ভারত 

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

নেপাল ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ভারত 

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই ঐতিহাসিক দ্বৈরথ। ঐতিহ্য, অহংকার ও আগ্রাসনের মিশেলে এই ম্যাচকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াইও বলা হয়ে থাকে। এশিয়া কাপে সেই লড়াই মাঠে গড়িয়েছে গতকাল। তবে হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের ২৬৬ রানের বিপরীতে বৃষ্টি বাগড়ায় মাঠেই নামতে পারেনি পাকিস্তান। ফলে পরিত্যক্ত হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এদিকে আগামীকাল নেপালের বিপক্ষে ভারতের ম্যাচ। তার আগেই হঠাৎ দেশে ফিরে যাচ্ছেন জসপ্রীত বুমরাহ। 

ভারতীয় গণমাধ্যমে তথ্য অনুসারে, ব্যক্তিগত কারণে সোমবার নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এখনও বুমরার দেশে ফেরা সম্পর্কে কিছু জানায়নি। তবে শুধু এটুকু জানা গিয়েছে, ব্যক্তিগত কারণের জন্যই তিনি নাকি বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়ে নিয়েছেন তারকা পেসার। তবে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের সময়ে তাঁকে পাওয়া যাবে। শুধু নেপালের বিপক্ষে ম্যাচটি তিনি খেলবেন না।


বিজ্ঞাপন


বিভিন্ন সূত্র থেকে আবার এ কথাও শোনা যাচ্ছে, প্রথম বার বাবা হতে চলেছেন ভারতের তারকা পেসার। আর সেই কারণেই নাকি মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি। খুশির খবর সেলিব্রেট করার জন্য। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই, তিনি দলের সঙ্গে আবার যোগ দেবেন বলে খবর।

কিছু দিন আগেই দীর্ঘ ১১ মাস পর চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কিন্তু বেশ ভালো ছন্দেও ছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক এবং বোলার হিসেবে তিনি নিজের যাবতীয় দায়িত্ব ভালো ভাবে পালন করেছেন। সেই সঙ্গে ভালো বল করার সুবাদে সিরিজের সেরাও নির্বাচিত হয়েছিলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর