সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জোকোভিচের জয়ের দিনে ইউএস ওপেনে গাঁজার গন্ধ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

জোকোভিচের জয়ের দিনে ইউএস ওপেনে গাঁজার গন্ধ!

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরু হয়েছে গতকাল। টুর্নামেন্টের প্রথম দিনেই জয় পেয়েছেন সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তী টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ফরাসি তারকা মুলারকে ৬-০, ৬-২, ৬-৩ গেমে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জোকার। তবে সার্বিয়ান এ তারকার জয় ছাপিয়ে আলোচনায় এসেছে গাজার গন্ধ। নারী এককের ম্যাচ চলাকালীন এমন দাবী রেফারিকে জানিয়েছেন গ্রীসের মারিয়া সাক্কারি।

র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকা এ গ্রীক টেনিস তারকা মাঠে নেমেছিলেন ৭১ নম্বরে থাকা রেবেকা মাসারোভার বিপক্ষে। ম্যাচটি তিনি হেরেছেন সরাসরি সেটে যা এ বছরে টানা তিন গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ডেই তার হার।


বিজ্ঞাপন


এদিকে মারিয়ার ৬-৪, ৬-৪ গেমে ম্যাচটি হারার দিনে আলোচনায় এসেছে গাজার গন্ধ পাওয়ার বিষয়টি। প্রথম সেটে তিনি যখন এগিয়ে ছিলেন ৪-১ গেমে তখনই তিনি এমন গন্ধ পেয়েছেন। এমনকি ‘ওহ ঈশ্বর, আমার মনে হয় পার্ক থেকে আসছে (গন্ধটা)’ এমনটি বলতেও শোনা যায় তাকে।

ম্যাচের সময় আম্পায়ারের কাছে এ বিষয়ে অভিযোগও জানিয়েছিলেন তিনি। তবে এ বিষয়কে হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গতকাল এখানে অনুশীলন করছিলাম। গতকালও ছিল গন্ধটি। এমন নয় যে আমার স্কোরিংয়ে ওই গন্ধ প্রভাব ফেলেছে। আমি বেশ গন্ধ পাচ্ছিলাম বলেই অমন মন্তব্য করেছি। ম্যাচের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’

এদিকে ম্যাচ শেষে নিজের ধারাবাহিক হারের ব্যাপারে মারিয়া জানান, নিকট ভবিষ্যতে তাঁর জন্য কী অপেক্ষা করছে, সেটি তিনি জানেন না। নিজের পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভালো খেলছিলাম, এমন বলব না। যদি কমপক্ষে আরও ৫ থেকে ১০ শতাংশ ভালো খেলতাম, ম্যাচটি জিততাম। এসব ম্যাচ আমাকে জিততে হবে। এসব ম্যাচ হারলে চলবে না। আর আমার পর্যায়ে এমন ম্যাচ এ বছর অনেক বেশি এসেছে, যেটি দুর্ভাগ্যজনক।’

আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর