বরুশিয়া ডর্টমুন্ড থেকে আকাশছোঁয়া দামে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ওসমান ডেম্বেলে। ২০১৭ সালে কাতালান ক্লাবটি ছেড়ে নেইমার জুনিয়ার চলে যাওয়ার পরেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভিড়িয়েছিল তারা। তবে ব্লু গ্রানার জার্সিতে ৬ মৌসুম কাটানোর পর এবার নতুন ঠিকানায় পাড়ি দিতে যাচ্ছেন এই ফ্রেঞ্চ উইঙ্গার।
অনেক আলোচনা পর অবশেষে উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারল পিএসজি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই ফুটবলারকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এদিকে এই তারকার জন্য ফরাসি ক্লাবটির খরচ করতে হয়েছে ৫ কোটি ইউরো।
বিজ্ঞাপন
নেইমারের বিকল্প হিসেবে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। তবে কাতালানে এসে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার গয়ে ১৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন তিনি।
যার জন্য গত মৌসুমেই ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা ছাড়তে পেয়েছিলেন ডেম্বেলে। কিন্তু শেষ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। সেই চুক্তির এক বছর বাকি থাকতেই নতুন পথে পা বাড়ালেন এই উইঙ্গার।
এদিকে পিএসজিতে যোগ ফরাসি তারকা লেখেন, ‘আমি পিএসজিতে যোগ দিয়ে খুব খুশি এবং মাঠে নামতে মুখিয়ে আছি। আশাকরি এখানে আমি নিজেকে মেলে ধরতে পারব এবং ক্লাবের সমস্ত সমর্থকদের গর্বিত করতে পারব।’

