সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্লাব ছাড়া নিয়ে যা বললেন নেইমারের বাবা  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১০:০৭ এএম

শেয়ার করুন:

ক্লাব ছাড়া নিয়ে যা বললেন নেইমারের বাবা  

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পরবর্তী মৌসুম এখনো শুরু হয়নি। ক্লাবগুলো একে অপরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে সারছে প্রাক-মৌসুম প্রস্তুতি। সেই সঙ্গে দলবদলের বাজারে লড়ছে স্কোয়াড শক্তিশালী করার কাজে। তবে বেকায়দায় আছে পিএসজি। লিওনেল মেসি ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। কিলিয়ান এমবাপেও জানিয়েছেন, তিনিও ক্লাব ছাড়বেন আগামী মৌসুমেই। 

এসবের মাঝেই নতুন খবর, নেইমার জুনিয়রও দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফরাসি ক্লাবটির কাছে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায় এই তথ্য। তবে নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর এই খবরে নাকি বিস্মিত হয়েছে পিএসজি কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


নেইমারের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর মুখ খুলেছেন তার বাবা নেইমার দা সিলভা সান্তোস, যিনি একই সঙ্গে নেইমারের এজেন্টও। তিনি এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

নেইমারের পিএসজির ছাড়ার খবর নিয়ে লেকিপের ওপর ক্ষোভ প্রকাশ করে তার বাবা বলেছেন, ‘আমি এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকিপ এখন লে’ফেইক।’

কিন্তু তাকে নিয়ে হওয়া এই প্রতিবাদ সভা নাকি স্বাভাবিকভাবে নিতে পারেননি নেইমার। যা এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার পথে চালিত করেছে। লেকিপের এই সংবাদের পেছনেও সেই কট্টরপন্থী সর্মথকদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেইমারের বাবা সান্তোস। তিনি বলেছেন, ‘এই খবটির অন্য কোথাও থেকে এসেছে। তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর