সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রীলঙ্কা লিগে খেলবেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কা লিগে খেলবেন হৃদয়

তাকসিন আহমেদের পর লঙ্কা প্রিমিয়ার লীগে খেলার প্রস্তাব পেয়েছেন তাওহীদ হৃদয়। গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটার। এলপিএলে খেলার ব্যাপারে তাওহীদ গণমাধ্যমকে বলেন, ‘তিন-চারটি ম্যাচের জন্য যেতে পারি। বোর্ডকে সেভাবেই জানিয়েছি।’

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা গেলে এ বছর জাতীয় দলে অভিষেক হওয়া হৃদয়ের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিদেশি টি-টোয়েন্টি লীগ খেলার অভিজ্ঞতা। লঙ্কান লিগ শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে বাংলাদেশের কোন আন্তর্জাতিক সূচি নেই। লঙ্কান লিগের পরে শুরু হবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ। বাংলাদেশ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও এশিয়া কাপ সামনে রেখে ২৫-৩০ জনের একটি প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। লঙ্কান লিগে খেলতে যদি তাওহীদ যায়, তখন কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে থাকতে পারবেন না এই ব্যাটার। 

এর আগে লঙ্কা প্রিমিয়ার লীগে খেলার প্রস্তাব পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে এবারের এলপিএলের জন্য চাইছে ডাম্বুলা অরা। জাতীয় দলের এ পেসার এখন জিম আফ্রো টি-টেন লীগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর