এ বছর আয়োজিত হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট নিয়ে শুরু থেকেই চলছে নাটকীয়তা। পাকিস্তানে গিয়ে খেলতে ভারত রাজি না হওয়ায় অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। তবে ৩১ আগস্ট এবারের আসর শুরু হবার কথা থাকলেও চূড়ান্ত সূচিতে আসতে চলেছে পরিবর্তন।
পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী এবারের এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী এ টুর্নামেন্ট ৩১আগস্ট শুরু হবার কথা থাকলেও তা একদিন আগেই শুরু হবে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইসপিএন ক্রিকিনফো। এছাড়া খসড়া সূচি অনুযায়ী বিভিন্ন ম্যাচের ভেন্যুতেও আসছে পরিবর্তন, এমনটাই জানিয়েছে ক্রিকিনফো।
বিজ্ঞাপন
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 19, 2023
পূর্বের সূচি অনুযায়ী পাকিস্তানে আয়োজিত হতে যাওয়া চারটি ম্যাচই হওয়ার কথা ছিল একই ভেন্যুতে। তবে লাহোরের গাদ্দাফি স্ট্যাডিয়ামের সঙ্গে যোগ হয়েছে মুলতান স্টেডিয়াম। এবারের আসরের শুধু উদ্বোধনী ম্যাচটিই আয়োজিত হবে এ ভেন্যুতে। তবে টুর্নামেন্ট একদিন এগিয়ে ৩০ আগস্ট শুরু হলেও ফাইনাল হবে পূর্ব নির্ধারিত ১৭ আগস্ট তারিখেই।
খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ আয়োজিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩ সেপ্টেম্বর। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচের আগের দিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আর নেপালের বিপক্ষে মুলতানে বাবর আজমদের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আসর।
এবারের এশিয়া কাপে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গী ভারত এবং নেপাল। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসির সাধারণ সভায় ১৯ জুলাই এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে জানা গিয়েছিল।
বিজ্ঞাপন
আরএ

